এক যুগ পর সিপিএল শিরোপার স্বাদ পেল সেন্ট লুসিয়া

3-7-670356c895030.jpg

ক্রীড়া ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম শিরোপার স্বাদ পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানার ১৩৮ রানের টার্গেট ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে টপকে যায় সেন্ট লুসিয়া। ২০১৩ সালে শুরু হওয়া এই আসরে পায় প্রথম শিরোপার স্বাদ।

লুসিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৮ রানের পুঁজি দাঁড় করাতে পারে গায়ানা। যেখানে ১৯ রান খরচায় একাই ৩ উইকেট শিকার করেছেন নূর আহমেদ। গায়ানার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ২৫ রান আসে ডোয়াইন প্রেটোরিয়াসের ব্যাট থেকে।

সহজ লক্ষ্যে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট লুসিয়া। তবে দলকে টেনে তুলেছেন রোস্টন চেজ ও অ্যারন জোন্স। এই দুই ব্যাটার দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। জয়ের পথে চেজের সংগ্রহ ২২ বলে ৩৯, অন্যদিকে জোন্সের সংগ্রহ ৩১ বলে ৪৮। এই দুই ব্যাটারের নৈপুণ্যে সিপিএলে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে সেন্ট লুসিয়া।

Share this post

scroll to top