অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ আটক ৪

banapol-6700e5d62aa3a.jpg

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শার পাচঁভৃলাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  আটকদের মধ্যে ৩ নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাচভূলেট সীমান্ত এলাকার একটি মাঠের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া থানার শাখার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), একই জেলা সদরের পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলা সদরের কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায় কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। এ সময় হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাতে পাচঁভৃলাট গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে তিন নারী ও একজন পুরুষ রয়েছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Share this post

scroll to top