দেবের প্রতীক্ষায় ফারিণের পর সুযোগ হাতছাড়া হলো ফারিয়ারও

Dev-pic-66ebeffd9dbab.jpg

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নির্মাতা অতনু রায় চৌধুরীর ‘প্রতীক্ষা’ সিনেমাটিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে এসেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরী আনন্দবাজার পত্রিকাকে বলেন, তাসনিয়ার মতো নুসরাতও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন? ফলে বাংলাদেশের কোনো নায়িকাকে তাই ছবির জন্য নিচ্ছেন না তারা।

অতনু জানিয়েছেন, আপাতত তারা কলকাতার কোনো নায়িকাকে নিয়ে চিন্তা করছেন।

Share this post

scroll to top