হাসান তোপ সামলে স্বস্তি নিয়ে লাঞ্চে ভারত

4-66ebc125b5c52.jpg

ক্রীড়া ডেস্ক : চেন্নাই টেস্টে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে ৩৪ রানেই সাজঘরের পথ ধরতে হয় রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। দারুণ শুরু পায় বাংলাদেশ। এরপর অবশ্য শুরুর ধাক্কা সামাল দেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত। এ দু’জন লাঞ্চের আগে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত। জয়সওয়ালের সংগ্রহ ৬২ বলে ৩৭ রান। অন্যদিকে ৪৪ বলে ৩৩ রান পান্তের।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দিনেই শুরুতেই হোঁচট খায় ভারত। তারকা ব্যাটার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান হাসান। তাতে শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত বড়সড় ধাক্কা খায়।

এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত। তবে সেই ধাক্কা পরে কাটিয়ে উঠেছে পান্ত-জয়সওয়াল জুটি।

Share this post

scroll to top