মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৩৩

111-66e10091466c2.jpg

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ৩৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে এসব তথ্য জানান কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওইসব এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬ টি বাল্কহেড ও ৭ টি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশের হেফাজতে রাখা হয় এবং আটকদের মতলব উত্তর থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সরকার পটপরিবর্তনের সুযোগে বালুদস্যু নতুন একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

Share this post

scroll to top