ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর দায়ী করা হচ্ছে প্রথম ইনিংসে দ্রুত ইনিংস ঘোষণা করাকে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। অথচ তখনো উইকেটে ১৭১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে না দেওয়ার জন্যও অধিনায়ককে দুষছেন অনেকেই। তবে অধিনায়ক শান মাসুদ অবশ্য নিজের সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানিয়ে দায় চাপিয়েছেন উইকেটের ওপর।
মাসুদ আরও বলেন, ‘ডিক্লেয়ারের দিকে তাকিয়ে আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। বল হাতে এবং ফিল্ডিংয়েও আমরা ওদের সমতায় রাখতে পারতাম। এটি একটি ভুল ধারণা, যেভাবে এটি অনেক সময় নিতে যাচ্ছিল। চাপের মুখে অনেক কিছুই ঘটতে পারে। কিছু ভুল হয়েছে এবং পরের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে।’
হারলেও এটাকে শিক্ষা হিসেবেই দেখছেন মাসুদ। আর স্বপ্ন দেখছেন দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর, যা নিয়ে তিনি বলেন, ‘ভিন্ন পিচ তৈরি হয়েছে, আমাদের নিজস্ব কন্ডিশন থেকে কী প্রত্যাশা করা যায় সে সম্পর্কে এটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। মূল বিষয়টি হলো— কন্ডিশন বিবেচনা করা এবং আমরা এখানে যে ভুলগুলো করেছি তা আর না করা।’