নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শণ

IMG-20220921-WA00002.jpg

প্রেস বিজ্ঞপ্তি….
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি বিশ^বিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে মঙ্গলবার বাগেরহাট জর্জ কোর্ট পরিদর্শণের আয়োাজন করা হয়। আইন বিভাগের স্প্রিং-১৯ ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আরজ আলী, লেকচারার পরাণ ঢালীর সার্বিক তত্ত¡াবধানে সফলভাবে উক্ত কোর্ট পরিদর্শন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা কোর্ট পরিদর্শন সফলভাবে সম্পন্নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ বজলার রহমান এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান হাসিবুল হোসাইন সুমনের প্রতি। তাদের একান্ত সহযোগিতা ছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।
কোর্ট পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাথে দেখা হয় বাগেরহাট জেলার বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মোহাঃ রবিউল ইসলাম এর সাথে। যিনি অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। তিনি শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় অতিবাহিত করেন। এবং তার কর্মজীবনের ব্যবহারিক অনেক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন যা, শিক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান।
আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাগেরহাট (কোর্স টিচার), সিনিয়র সহকারী জজ ডক্টর আতিকুস সামাদ, শিশির মোহাম্মদ বেলাল সহ বাগেরহাট জেলার অন্যান্য বিচারক বৃন্দ। আলোচনার এক পর্যায়ে আইন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে জেলা জজগণ কে সম্মানিত করা হয়।

Share this post

One Reply to “নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শণ”

  1. where can you buy clomid over the counter levitra pipelinepharma Militant groups known for attacking Indian interests include Lashkar e Taiba, blamed for the 2008 attack on the Indian city of Mumbai that killed 166 people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top