নেতৃত্বে পেসাররাই সেরা, তিন পাকিস্তানির উদাহরণ টানলেন বুমরাহ

image-839590-1723965185.jpg

 ক্রীড়া ডেস্ক : রোহিত শর্মার অবসরের পর টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে অনেকের ধারণা ছিল হার্দিক পান্ডিয়া কিংবা দলের অন্যতম পারফর্মার জাসপ্রিত বুমরাহকে বেছে নেওয়া হবে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে। তবে দু’জনেই চোট প্রবণ হওয়ায় শেষ পর্যন্ত তাদের বেছে নেওয়া হয়নি। যা নিয়ে খানিকটা আফসোসের সুর বুমরাহর কণ্ঠে। কেননা, তার মতে অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে নেতৃত্বের বিচারে এগিয়ে থাকবে পেসাররা।

বুমরাহ বলেন, ‘আমি মনে করি বোলাররা খুব স্মার্ট। কারণ তাদের ব্যাটসম্যানদের আউট করতে হয়। বোলারদের কঠিন কাজ করতে হয়। তারা ব্যাটের পিছনে লুকিয়ে থাকে না, ফ্ল্যাট উইকেটের দোহায় দেয় না। আমরা ঠিক ফায়ারিং লাইনে আছি। যখন আমরা একটি খেলায় হারি, তখন সাধারণত বোলারদের দোষ দেওয়া হয়। তাই এটা একটা কঠিন কাজ।’

পেসারদের সফল নেতৃত্ব নিয়ে বুমরাহ বলেন, ‘আমরা প্যাট কামিন্সকে সত্যিই ভালো করতে দেখেছি। আমি যখন ছোট ছিলাম, আমি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসকে অধিনায়ক হিসেবে দেখেছি। কপিল দেব আমাদের বিশ্বকাপ জিতেছেন। ইমরান খান পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাই, বোলাররাই স্মার্ট।’

Share this post

scroll to top