সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

image-839161-1723882650.png

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর বিশ্বের অনেক দেশ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলো নেদারল্যান্ডস।

 চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সব ক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি।

চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দপূর্ণ হবে।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Share this post

scroll to top