বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের জয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়। আর এই বিজয় অর্জনের দিনে মা হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম। আর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবরটি অভিনেত্রী নিজেই দিয়েছেন।
শিক্ষার্থীদের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তাকে স্বৈরশাসকের আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। আর তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ শোবিজ অঙ্গন।
উল্লেখ্য, নাবিলা ইসলাম শুরু থেকেই নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন। এরপর ২০২০ সালে বিষয়টি প্রকাশ করেন তিনি। এবার মা হওয়ার খবর জানালেন সামাজিকমাধ্যমে।