ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা-সবার আগে লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় তা থমকে গেছে। এ কারণে এখনই তার ভারতের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা এখন তার অন্য বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বেলারুশ, কাতার, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত হয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং হিন্দনে পৌঁছানোর আগেই তার সহযোগীরা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব এবং লেবার পার্টির এমপি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সোমবার লন্ডনে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এবং জানমালের ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করছে। দেশের জনগণ ঘটনাগুলির জাতিসংঘের নেতৃত্বে একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের অধিকারী। যুক্তরাজ্যের নিয়ম অনুসারে, দেশের বাইরে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা সম্ভব নয় এবং সমস্ত আশ্রয়ের দাবিগুলি কেস-বাই-কেস ভিত্তিতে সাবধানে বিবেচনা করা হয়।