পিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান ওয়াসিম আকরামের

image-833526-1722678858.jpg

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মহসিন নকভি। তবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। আর এ অবস্থায় পাকিস্তানের ক্রিকেট দেখভালের জন্য একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগের কথা ভাবছেন তিনি।

বর্তমানে করাচিতে স্থায়ীভাবে বসবাস করছেন ওয়াসিম আকরাম। তবে প্রায়শই তিনি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় যান। এর বাইরেও ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ততা আছে তার। অন্যদিকে পাকিস্তান ক্রিকেটের সিইও হলে লাহোরে স্থানান্তরিত হতে হতো তাকে। যা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। ওয়াসিম পিসিবির সিইও হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলে একই প্রস্তাব দেওয়া হয় আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিসকে।

তিনি অবশ্য পিসিবির প্রস্তাব গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়ায় পরিবারকে রেখে এরই মধ্যে লাহোরে এসে নকভির সঙ্গে দেখা করেছেন তিনি। যদিও তাকে আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে ঘোষণা দেয়নি পিসিবি। তবে ধfরণা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যেই পিসিবি আনুষ্ঠানিকভাবে ওয়াকারকে সিইও হিসেবে ঘোষণা দিয়ে বিবৃতি দিতে পারে।

Share this post

scroll to top