যুক্তরাজ্যে আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীর যাবজ্জীবন

image-832637-1722491045.jpg

ডেস্ক রিপোর্ট: আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। মঙ্গলবার দেশটির একটি আদালত সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন৷

এই গোষ্ঠীর কয়েক সদস্য ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যা এবং ২০১৭ ও ২০১৯ সালে লন্ডন ব্রিজে হামলার সঙ্গে জড়িত ছিলেন৷

বিচারক মার্ক ওয়াল উলউইচ ক্রাউন কোর্টে চৌধুরীকে বলেন, ‘আপনার সংগঠনের মতো সংগঠনগুলো আদর্শিক কারণের প্রতি সমর্থনে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে৷’

‘এগুলোর অস্তিত্ব এগুলোর একক সদস্যদেরকে এমন কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করছে, যা তারা হয়তো এরকম না হলে করতেন না৷ সেগুলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে যারা অন্যথায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন,’ যোগ করেন বিচারক৷

চৌধুরীর যাবজ্জীবন সাজার অধীনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ ২৮ বছর৷ ৮৫ বছর বয়স না হওয়া অবধি তিনি মুক্তি পাবেন না৷

বিচারক জানিয়েছেন যে, তাকে এত দীর্ঘমেয়াদে সাজা দেওয়ার কারণ হচ্ছে তিনি ‘তরুণদেরকে মৌলবাদী কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করেছেন৷’

এর আগে তথাকথিত ‘ইসলামিক স্টেট’-এর প্রতি সমর্থন জানানোয় ২০১৬ সালে সাড়ে পাঁচ বছর কারাভোগের সাজা হয়েছিল চৌধুরীর৷ তবে ২০১৮ সালের শুরুর দিকে মুক্তি পান তিনি৷

আল মুহাজিরুনের সঙ্গে চৌধুরীর সম্পৃক্ততার বিষয়টি মার্কিন এক গোপন অভিযানে উন্মোচিত হয়৷ সেই অভিযানে দেখা গেছে যে, গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও নিউইয়র্কভিত্তিক ‘ইসলামিক থিঙ্কার সোসাইটিসহ’ অন্য বিভিন্ন নামে সক্রিয় রয়েছে৷ মার্কিন সেই অনুসন্ধানের পর ব্রিটেন এবং কানাডা পুলিশ তদন্ত শুরু করে৷

নিউইয়র্ক পুলিশ বিভাগের উপকমিশনার রেবেকা উইনার মনে করেন, চৌধুরীর বিরুদ্ধে সাজা এক ‘ঐতিহাসিক’ ব্যাপার কেননা তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির ঊধ্বর্তন পদে থাকা একজন ‘নির্লজ্জ, প্রবল মৌলবাদী৷’

সাংবাদিকদের তিনি বলেন, ‘সাধারণত যারা ‘ফুট সোলজার’, মানে যারা গোষ্ঠীটির অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন হামলায় অংশ নেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়৷’

Share this post

scroll to top