ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসিকে হয়ত আপনি দুয়েকবার ফুটবল মাঠে কাঁদতে দেখেছেন। ২০১৬ কোপার ফাইনাল হারের পর মেসির কান্নার দৃশ্য নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তবে এবার কোপা জয়ের ম্যাচেও সাইড বেঞ্চে কেঁদে বুক ভাসিয়েছেন মেসি।
মূলত চোটের কারণে ম্যাচের ৬৬ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। হয়ত ক্যারিয়ারের শেষ মেগা টুর্নামেন্টের ফাইনালে এভাবে চোটের কারণে খেলা না চালিয়ে যেতে পারার বেদনা গ্রাস করেছিল তাকে। তাই সাইড বেঞ্চে বসে অশ্রু সংবরণ করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের প্রথমার্ধে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ফুটবলার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান। তখনই মাটিতে পড়ে যান মেসি। দলের চিকিৎসকদের প্রাথমিক শুশ্রূষার পর উঠে দাঁড়িয়েছিলেন।
কেঁদে মাঠ ছাড়লেও শেষবেলায় মেসির মুখে হাসি এনে দেন লাউতারো মার্টিনেজ। ১১২ মিনিটে তার দেওয়া একমাত্র গোলেই যে টানা দ্বিতীয়বার কোপা জয় করে আর্জেন্টিনা।