নিজস্ব প্রতিবেদক……..
খুলনার দৌলতপুর উপজেলায় টিনের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম ব্যাপারী (৩৭) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাবলা কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম একই এলাকার সাদেক ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর কারিগরপাড়া এলাকার মো, মোশারেফের বাড়ির টিনের চালায় কাজ করছিলেন শামীম। এ সময় একটি কাঠ সোজা করতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি টিনের চাল থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত যুবক পেশায় একজন মিস্ত্রি। তিনি প্রতিবেশী মোশারেফের টিনের ঘরের চাল মেরামত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।