ক্রীড়া ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব। এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।
আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সাকিব ছাড়াও এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলক কপালি। এছাড়াও দলটিতে থাকছেন শ্রীলংকার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান।
সেই টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান স্টারস। আর সেই দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।