দক্ষিণ কোরিয়ায় সেতু ধসে একজন নিহত

19695155_173.jpg

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে আজ একটি সেতু ধসে কমপক্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।

Share this post

scroll to top