প্রথমবারের মতো জাপানে কূটনৈতিক সফরে তালেবান

Untitled-6-67b480dfa7e94.jpg

ডেস্ক রিপোর্ট: ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ রেখেছে তালেবান।

এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার কথা রয়েছে।

স্থানীয় সময় রোববার পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।

এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।

আফগান কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, তালেবান প্রতিনিধিরা ‘জাপানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের’ পরিকল্পনা করছেন।

Share this post

scroll to top