ইটভাটায় হরিণ ভেড়া কবুতর পালতেন আসাদুজ্জামান কামাল

pic-2-67ab113e0bd07.jpg

ডেস্ক রিপোর্ট: সাভারের নয়ারহাটে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মালিকানাধীন সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওই লাইসেন্স ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে। এছাড়া এতে অননুমোদিতভাবে হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ আরও অনেক পোষা প্রাণী পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই ইট ভাটায় অভিযান চালান। এতে ভাটার ম্যানেজারকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া পশু পালন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়।

স্থানীয়রা বলেন, ক্ষমতায় থাকাকালে আসাদুজ্জামান মাঝে মাঝে কারখানায় সময় কাটাতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইটভাটায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স থাকায় নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিতভাবে পশু পালনের জন্য পশু পালন আইনে মামলা দায়ের করা হবে।

একই অভিযোগে আশুলিয়ার মির্জানগর এলাকায় কনফোর্স লিমিটেড নামের ইট ভাটাকেও নগদ তিন লাখ জরিমানা করা হয়েছে। এছাড়া নয়ারহাট এলাকায় বংশী নদীর তীরে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিন জব্দ করা হয়।

অনিয়মের বন্ধের জন্য অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share this post

scroll to top