আমি বাংলায় গান গাই—এর স্রষ্টা প্রতুল আইসিইউতে ভর্তি

23326565-67aac92f90017.jpg

বিনোদন ডেস্ক : আমি বাংলায় গান গাই—এর স্রষ্টা গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। গত সপ্তাহ দুয়েক ধরেই এ সংগীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

একটি সূত্র জানায়, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিলতায় রূপ নেয়।

এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সংজ্ঞাহীন অবস্থায় আছেন গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। বিভিন্ন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন।

এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়েও চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান। কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। দ্রুতই কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে ফুসফুসেও সংক্রমণ রয়েছে। তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে, নাকি মিশ্র গোত্রের, তা এখনো স্পষ্ট নয়। কড়া অ্যান্টিবায়োটিক চললেও তাতে সেভাবে সাড়া দিচ্ছেন না এ গায়ক।

Share this post

scroll to top