ডেস্ক রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকে মাসের পর মাস বেতন নেওয়ার সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা। বুধবার দুপুর ১২টার দিকে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী নাজমুস সাদাতের নেতৃত্বে ১০-১২ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রাফী মো. নাজমুস সাদাত জানান, তদন্তে অনেক অনিয়মের তথ্য মিলেছে। এ সংক্রান্ত বেশকিছ নথিও জব্দ করা হয়েছে। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীর বলেন, পূর্বের দায়িত্বশীলের সময়ে এসব অনিয়ম হয়েছে।
দুদক জানায়, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ জন নার্সিং স্টাফ বিভিন্ন মেয়াদে কর্মস্থলে যোগ না দিয়ে বেতন তোলেন। এই অনিয়মের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা জালিয়াতি করেন তারা। এই কাজে হাসপাতালের কতিপয় অসাধু কর্মকর্তা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। অভিযানে ব্যাপক অনুসন্ধান ও নথিপত্র সংগ্রহ করা হয়। অধিকতর তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।