ক্রীড়া ডেস্ক : পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসে অনভ্যস্ত নতুন পজিশনে খেলতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। তিনি সত্যিকারের ‘নাম্বার নাইন’ নন। তাই ফরাসি তারকাকে গতানুগতিক স্ট্রাইকারের মতো খেলতে বারণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পর্তুগিজ মহাতারকা চান তিনি যেভাবে রিয়ালে খেলেছিলেন, এমবাপ্পেও যেন ঠিক সেভাবেই তার সাবেক সতীর্থ খেলেন। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো এখন খেলেন সৌদি ক্লাব আল নাসরে।
সম্প্রতি স্পেনের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের এমবাপ্পের পজিশন নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘আমার মতে, স্ট্রাইকারের পজিশন এমবাপ্পেকে কিছুটা ঝামেলায় ফেলে দিয়েছে। কারণ সে জানে না, স্ট্রাইকার হিসাবে কীভাবে খেলতে হয়। এমন নয় যে, সে জানে না, এটা তার জায়গা নয়।’
নিজের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘আমি যদি এখনো রিয়াল মাদ্রিদে খেলতাম, তাহলে তাকে শেখাতাম কীভাবে একজন ‘নাম্বার নাইন’ হিসাবে খেলতে হয়। কারণ আমি প্রথাগত স্ট্রাইকার ছিলাম না। স্ট্রাইকার হিসাবে খেলতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। মানুষ ভুলে গেছে আমি উইংয়ে খেলতাম।’
তিনি যেভাবে খেলেছিলেন, এমবাপ্পেও সেভাবেই খেলুন, চান রোনাল্ডো। তিনি বলেন, ‘গতানুগতিক স্ট্রাইকার হওয়া উচিত হবে না এমবাপ্পের। আমি যদি এমবাপ্পে হতাম, তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্ট্রাইকার হিসাবে যেভাবে খেলেছে, সেভাবেই খেলতাম।’
পরামর্শের পাশাপাশি এমবাপ্পেকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন রোনাল্ডো, ‘আমি তাকে খুবই ভালোবাসি। সেটা শুধু আমি তার শৈশবের আদর্শ ছিলাম বলে নয়। কিলিয়ানকে আমি অসাধারণ একজন খেলোয়াড় হিসাবে দেখি। সে রিয়াল মাদ্রিদের জন্য অনেক খুশির উপলক্ষ্য বয়ে আনবে। আমার ছেলে মাতেও তার ভক্ত। তাকে সাহায্য ও রক্ষা করতে হবে রিয়ালকে। সে এক রত্ন। রিয়াল সমর্থকদের বলছি, ছেলেটার যত্ন নাও।’