আজ চরমোনাই পিরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

1-3-67971a93b205e.jpg

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে আজ (সোমবার) সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, আজ বেলা ১২টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যাবেন বিএনপি মহাসচিব।

চরমোনাই পিরের সঙ্গে মির্জা ফখরুরের সাক্ষাতের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।

ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোন বার্তা দিতে যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনও করেন।

Share this post

scroll to top