ডেস্ক রিপোর্ট: মার্কিন মুলুকে ফুটবল অতটা জনপ্রিয় নয়। বেসবল, আমেরিকান ফুটবল, বাস্কেটবল–এসব নিয়েই মার্কিনিদের মাতামাতি বেশি। কিন্তু দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিক দিয়ে ব্যতিক্রম। সেই শৈশব থেকেই নাকি ফুটবলের প্রতি প্রচণ্ড ভালোলাগা তার। এমনকি ইউরোপীয় ফুটবলের একটি ক্লাবকে নিজের পছন্দের তালিকায়ও রেখেছেন তিনি।
বাবার পথ ধরে ফুটবলের প্রতি অদ্ভুত ভালোলাগা রয়েছে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার গর্ভে জন্ম নেওয়া ছেলে ব্যারনেরও। ট্রাম্পের মতোই শৈশব থেকেই ফুটবল নিয়ে কারিকুরি দেখাতে পছন্দ করেন তিনি। একসময় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ডিসি ইউনাইটেডের অ্যাকাডেমি দলে নামও লিখিয়েছিলেন ব্যারন।
তবে বাবার মতো ব্যারনের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নয়, বরং লন্ডনভিত্তিক ক্লাব আর্সেনালের প্রতি বেশি ভালোলাগা তার। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নাতি অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্পের ছেলে থিওডোর জেমস আবার ফরাসি লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজির ভক্ত।
একসময় ফুটবলে বিনিয়োগের কথাও বিবেচনা করেছিলেন ট্রাম্প। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার আতলেতিকো নাসিওনাল কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর তা বাস্তবে রূপ নেয়নি।