যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক

gaza-truck-678f446cb9bdc.jpg

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।  এই সংখ্যা হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ।  খবর আরব নিউজের।

জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার গাজায় ৯১৫টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ওসিএইচও।

গাজায় সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ।

আরব নিউজ আরও বলছে, রোববার (১৯ জানুয়ারি) গাজায় যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিন ৬৩০টি ট্রাক প্রবেশ করেছিল।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে।

Share this post

scroll to top