কিরনগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফের গুলি-বাংলাদেশিকে তুলে নেওয়ার চেষ্টা

000-678b78128a555.jpg

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Share this post

scroll to top