পাজেরো গাড়িতে গাঁজা, চালক গ্রেফতার

tangi-gaza-6788c50d11dde.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় একটি পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ গাঁজাসহ গাড়িটি জব্দ করে চালক খোকন মিয়াকে (৩৮)  গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর বাটা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চালক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাটা গেট এলাকায় একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) ঢাকা থেকে উত্তরে যাওয়ার সময় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিলে পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অতঃপর স্থানীয় জনতা গাড়ির চালক খোকনকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশ এসে গাড়িটি তল্লাশি করে তিন বস্তা গাঁজা উদ্ধার ও চালককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরদ্দিন  বলেন, পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this post

scroll to top