প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় যাচ্ছে জামায়াতে ইসলামী

1-7-6788c95a21dde.jpg

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে সর্বদলীয় সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই ডাকে সাড়া দিয়ে সভায় অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। সভায় জামায়াতে ইসলামীর ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ গ্রহণ করবেন।

এর আগে, এই সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলে পরে জানা যায়, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সংলাপে বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির একজন সদস্য অংশ নেবেন। সংলাপে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, আজ বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

Share this post

scroll to top