আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবলু আটক

nw-678887f05ddcb.jpg

ডেস্ক রিপোর্ট: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতে হাজির করা হবে। তবে কোন মামলায় অথবা সন্দিগ্ধ আসামি হিসেবে চালান করা হবে তা এখনই বলা যাচ্ছে না।

চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের  রাজনীতির সঙ্গে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বাবু। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা থাকতে পারে। তার বাসা থেকেই তাকে আটক করা হয়েছে।

Share this post

scroll to top