দাম কমেছে কাঁচামরিচ ও আদার

Hakimpur-Bazar-pic-677e38663f376.jpg

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কেজিপ্রতি কাঁচামরিচ ৩০ এবং আদা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা আশিকুল আলমের সাথে কথা হয়। তিনি বলেন, ‘বর্তমানে শীতকালীন সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তির মধ্যেই রয়েছি। এই রকম বাজার পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভালো হয়’।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘খুচরা বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, ফুলকপি ১০ টাকা, শসা ২০ টাকা। এছাড়াও কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কাঁচামরিচ ৩০ এবং ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। আগের তুলনায় ক্রেতা অনেক বেশি’।

ব্যবসায়ীরা বলছেন, মোকামে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।

Share this post

scroll to top