‘বিচার ব্যবস্থা এনালগ রেখেছেন কেন’, পলককে আদালত

Polok-py-677ba55058085.jpg

ডেস্ক রিপোর্ট: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন কেন? না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসে হাজিরা দিতেন।’

তখন বিচারকের উদ্দেশে পলক বলেন,‘করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর আগানো যায়নি।’

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এসব কথা বলেন। এ সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত।

জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, জুনায়েদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল-হাজতে আছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এর মামলায় এজাহারভুক্ত আসামি। জেল হাজতে থাকা এজাহার নামীয় এ আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া প্রয়োজন।

Share this post

scroll to top