দর্পণ ডেস্ক :
খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সব বীর শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল জাগ্রত বাংলাদেশ (জেবিডি), খুলনা মহানগর শাখা ও জেবিডির সহযোগী সংগঠন জাগ্রত শ্রমিক বাংলাদেশ, বটিয়াঘাটা উপজেলা, খুলনা। এই সময় উপস্থিত ছিলেন জাগ্রত বাংলাদেশ এর খুলনা মহানগর কমিটির আহবায়ক ও জেবিডি খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রভাষক বাবু কুমার রায়, সদস্য সচিব প্রভাষক সুমন কুমার বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মো: তৌফিকুল ইসলাম, সদস্য সৌমেন মল্লিক এবং জাগ্রত শ্রমিক বাংলাদেশ এর খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আহবায়ক মো: মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক মো: পারভেজ আহমেদ বাবু, সদস্য সচিব মো: শরিফ সানাসহ অন্যান্য সদস্যবৃন্দ। খুলনা মহানগরের আহবায়ক প্রভাষক বাবু কুমার রায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর চেতনা-গতি অনুযায়ী খুলনার ১০০% মানুষের সামাজিক মর্যাদা ও ন্যায্য সুবিধার জন্য সারাজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বটিয়াঘাটা উপজেলার জাগ্রত শ্রমিক বাংলাদেশ এর আহবায়ক মো: মনিরুজ্জামান মনির তার বক্তব্যে শ্রমিকদের সাম্য ও ন্যায্য মৌলিক সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।