সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি

Untitled-7-673f2d530a421.jpg

ডেস্ক রিপোর্ট: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানিয়েছে আল-কাউসার পরিষদ বাংলাদেশ।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘সংবিধান সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এ দাবি জানান।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ভবিষ্যতে কোনো স্বৈরশাসক যেন তৈরি হতে না পারে সে লক্ষ্যে অন্তর্বতী সরকার বাংলাদেশের সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এই সু্যোগে একটি মহল রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার অপচেষ্টা করছেন। দেশের ধর্মপ্রাণ মানুষ তা মেনে নিবে।সরকারকে অবশ্যই রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরে আনতে হবে।

সংখ্যাগরিষ্ঠ  মুসলমানের দেশে ইসলামবিরোধী সংবিধান প্রণয়ন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন বক্তারা।

সেমিনারে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সারোয়ার হোসেন, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আব্দুল হালীম, মুফতি লুকমান হাসান, মুফতি আহসানুল ইসলাম,  মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সুহাইল আহমদ, মুফতি সাইদ আহমদ, মাওলানা সাদ মাশফিক খান,  মাওলানা জায়নুল আবেদীন প্রমুখ।

প্রবন্ধ পাঠ করেন মুফতি আব্দুল্লাহ মাসুম।এসময় তিনি দেশে পৃথক শরীয়া বোর্ডের দাবি করেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিসমিল্লাহর অর্থ বিকৃতি করেছে। এই সরকারকে নতুন সংবিধানে অবশ্যই বিসমিল্লাহর সঠিক অর্থ সংযোজন করতে হবে। ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের বিজ্ঞ আলেমদের পরামর্শ নেওয়ার দাবি জানানো হয়।

Share this post

scroll to top