বানিয়াচংয়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

444-673d6159041dd.jpg

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বনিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জনকে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও উপজেলা সদরের দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনে ৯ জন হত্যা মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও এলাকাসী জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪-৫ হাজার লোক বড়বাজার শহিদ মিনারে গিয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে থানার সামনে এলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিতে সাংবাদিকসহ ৯ আন্দোলনকারী নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করেন।

নিহত ৯ জনের পরিবারের পক্ষ থেকে একজনের বাবা একটি এবং এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Share this post

scroll to top