নতুন গানে কণ্ঠ দিলেন তাসনিয়া ফারিণ

Tasni-Farin-673ac51fc1e61.jpg

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক ও সিনেমায় ইতোমধ্যেই অভিনয়ে নিজেকে মেলে ধরেছেন। তবে সুযোগ পেলেই গান গাইতে ভালোবাসেন তিনি।

ফারিণ সংগীতশিল্পী হিসাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার মধ্য দিয়ে। সংগীতশিল্পী তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গান। যা বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

এরপর থেকেই গানে নিয়মিত হওয়ারও আভাস দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি চমক। তাদের জন্যই নতুন আরও একটি গান গাওয়া। এটি যদি দর্শক-শ্রোতা পছন্দ করেন, তাহলে এ মাধ্যমে একটু সময় দেওয়ার ইচ্ছা আছে।’

Share this post

scroll to top