কোনাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

3-41-672a9472d3676.jpg

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ইয়াবাসহ মোঃ রোকন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার(৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ালিয়াবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল

ইসলাম।

এসময় তিনি জানান রোকনকে আদালতে পাঠানো হয়েছে। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার তালতলা বাজার এলাকার মৃত আঃ করিম এর ছেলে। রোকন কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী পশ্চিম পাড়া এলাকার আওলাদ হোসেন এর বাড়ীর নিচতলার ভাড়াটিয়া।

পুলিশ জানায় সে দীর্ঘদিন যাবত কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

Share this post

scroll to top