ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বহুল কাঙিক্ষত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জনমত জরিপে দোদুল্যমান রাজ্যগুলোতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। তবে পপুলার ভোটে বাজিমাত করবেন কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট পদ নির্ধারক ৭ টি দোদুল্যমান রাজ্যই বলে দেবে কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা।
বিবিসি সংবাদদাতা মাইক ওয়েন্ডলিং লিখেছেন, শনিবার একটি জরিপের ফল তার দৃষ্টিতে এসেছে।
সেলজার অ্যান্ড কোম্পানীর ওই জরিপ অনুযায়ী আইওয়াতে কমালা হ্যারিস তিন পয়েন্টের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। ৮০৮ জন ভোটারের ওপর জরিপটি চালানো হয়েছে। এতে ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত ভুল থাকতে পারে।
তবে দুটি কারণে এ জরিপের ফল অনেকের কাছে বিস্ময়কর। প্রথমত ডোনাল্ড ট্রাম্প তার আগের দুটি নির্বাচনে এখানে সহজেই জিতেছিলেন। যে কারণে এটি সুইং স্টেটও বলা যায় না।
সেলজার অ্যান্ড কোম্পানীর জরিপকে মোটামুটি সঠিক বলেই সবসময় মনে করা হয়।
আইওয়াতে ইলেক্টোরাল ভোট আছে ৬ টি। এ কারণে আইওয়ার দিকে সবার নজর।
তবে ট্রাম্পের জন্য উদ্বেগের বিষয় হলো যে কমলা হ্যারিস নারী ও স্বাধীন ভোটারদের মধ্যে ক্রমশ শক্তি বাড়াচ্ছেন। এটি সারাদেশেরই দৃষ্টিভঙ্গির ইঙ্গিত হতে পারে।
অবশ্য ট্রাম্পের প্রচার দল ওই জরিপকে ভুল বলে উড়িয়ে দিয়েছে।