রাতে রাজধানীতে মাদকসহ নারী আটক

Untitled-1-6726f4d61f072.jpg

ডেস্ক রিপোর্ট: গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে রাজধানী থেকে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওই নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

উল্লেখ্য, যৌথ অভিযানে ৯২ টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জব্দ করা হয়েছে ৬টি গাড়ী। বেশিরভাগ ক্ষেত্রে, চালক ও গাড়ীর লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং চালকের হেলমেট না থাকায় মামলা করা হয়।

Share this post

scroll to top