শ্বশুর- শাশুড়ি নন, ইনস্টায় অন্য একজনকে ফলো করেন ঐশ্বরিয়া

Untitled-2-6725e854680ce.jpg

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক হয় ঐশ্বরিয়া রাইয়ের ধুম ২ সিনেমার সেটে। সেখানেই প্রেমের সূত্রপাত। এরপর পরিণয়ে গড়ায় ২০০৭ সালের জানুয়ারিতে এনগেজমেন্টের মাধ্যমে। আর বিয়ে হয়েছিল ২০ এপ্রিল।

সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে বিস্তর কাটাছেঁড়া। তারা নাকি একে ওপরকে ডিভোর্সও দিয়ে দিয়েছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো কোনো কথা বলেননি এ তারকা দম্পতি। কিন্তু এর মধ্যেই মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন এ অভিনেত্রী। তবে পরিবারের কারও সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও ইনস্টাগ্রামে একজনকে ফলো করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এদিকে বচ্চন পরিবারের ভাঙনের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার অন্ত নেই। এ খবরে সরগরম সবার চোখ কপালে উঠেছে, যখন বউকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টই করেননি জুনিয়র বচ্চন। এমনকি প্রায় বছরখানেক হতে চলল দুজনে একসঙ্গে জনসম্মুখেও আসেননি। এমনকি ঐশ্বরিয়া আর অভিষেকের আলাদা আলাদা থাকার খবরও সামনে আসে।

তবে অভিষেক বচ্চন রাই সুন্দরীকে জন্মদিনে শুভেচ্ছা জানান আর না জানান, নেটিজেনরা খুঁজে বের করেছেন একটি বেশ মজার বিষয়। আর সেটি হলো— ঐশ্বরিয়া মাত্র একজনকে ফলো করেন ইনস্টাগ্রামে। না সেখানে শ্বশুর অমিতাভ বচ্চন রয়েছেন, না শাশুড়ি জয়া বচ্চন। বরং এই একজন তার পরিবারেরই সদস্য।

স্বামীকে কতটা ভালোবাসেন ঐশ্বরিয়া তা তার সোশ্যাল মিডিয়া থেকেই স্পষ্ট। দেখা যাচ্ছে যে, একজন মানুষকে তিনি ফলো করেন, তিনি আর কেউ নন— অভিষেক বচ্চন। রেডিটে অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এত ভালো বউ পেয়েও কেউ কীভাবে ছেড়ে দেয় ভাই? আরেকজন লিখেছেন— আসলে অভিষেকই যোগ্য নয় ঐশ্বরিয়ার।

Share this post

scroll to top