সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

p-s-672283b30f88c.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে গ্রেফতারের খবর মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) তার নির্বাচনি আসন শ্রীমঙ্গলে পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। বুধবার দুপুরে পৃথকভাবে শ্রীমঙ্গল শহরে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া (মধু) ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) গ্রুপের বিএনপি নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

এ সময় তারা আনন্দ মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আব্দুস শহীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, আব্দুস শহীদ এ আসনে বিগত ৩টি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে সংসদ-সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছেন।

এ সময় চৌমুহনায় বক্তব্য দেন হাজী মুজিব গ্রুপের উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি জয়নাল চৌধুরী, সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন, সম্পাদক টিটুসহ ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে পৃথক সমাবেশে চৌমুহনায় মধু গ্রুপের পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর রাজু, যুবদল নেতা টিটু দাস, ভুট্টু, মোবারক হোসেন, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ প্রমুখ।

Share this post

scroll to top