‘অন্তর্বর্তী সরকারের গড়িমসি জনগণ ভালোভাবে নিচ্ছে না’

Untitled-3-6721fa4870848.jpg

ডেস্ক রিপোর্ট: নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসি জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

তিনি বলেছেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসিভাব পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। চুনোপুঁটি না ধরে দুর্নীতির রাঘববোয়ালদের ধরতে হবে।

বুধবার দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শহিদ আহাদ চত্বরে এক পথসভা নাজমুল হাসান এসব কথা বলেন।

দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। পথসভা শেষে নাজমুল হাসানের নেতৃত্বে মোহাম্মদপুর বাজার এলাকার সব অলিগলিতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত আরও ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সহ-সভাপতি আরিফউজ্জ সালেহীন দুর্লভ, তুহিন বিশ্বাস, উজির আলী, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক নুর হোসেন জসিম, সদর পৌর সদস্য সচিব আলী আহাদ মিঠু, মোহাম্মদ উপজেলার আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন সদস্য সচিব জাহিদুল ইসলাম রানু।

Share this post

scroll to top