পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি

vasani-671d7bb16cdb1.jpg

ডেস্ক রিপোর্ট: পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, আওয়ামী সরকার শেখ মুজিবুর রহমানের ওপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি যার উপরে আর কেউ নাই। কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। আওয়ামী লীগ সরকার মওলানা ভাসানীকে থামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানার সুযোগ দেয়নি। পাঠ্যবই থেকে তার জীবনী তুলে নিয়ে ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে এতদিন শিক্ষার্থীদের দূরে রেখেছে।

প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সহসভাপতি নূর হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

Share this post

scroll to top