মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

Untitled-1-671da4285737a.jpg

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার মধ্যঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

যাত্রীবাহী ওই বাসটিতে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। জেকাতেকাস গর্ভনর ডেভিড মনরিয়ার বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়।

দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস। এ ছাড়া ট্রাক্টর ট্রেইলারের চালককেও গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সামীন্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল।

Share this post

scroll to top