লিভারপুলকে হটিয়ে সিটিকে শীর্ষে তুললেন হালান্ড

3-671db50bce800.jpg

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের খেলা এবারও জমে উঠেছে বেশ। সবশেষ ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এ জয়ে ৯ ম্যাচে সিটির পয়েন্ট এখন ২৩। অন্যদিকে ৮ ম্যাচে ২১ পয়েন্ট লিভারপুলের। কাছেই পরের ম্যাচে সিটিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লিভারপুলের সামনে।

ইতিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের ৫ মিনিটেই দলকে এগিয়ে নিয়ে ছিলেন আর্লিং হালান্ড। তখন মনে হচ্ছিল তুলনামূলক দুর্বল সাউদাম্পটনের বিপক্ষে আজ বুঝি গোল উৎসব করবে সিটিজেনরা। যদিও সেটি হতে দেয়নি সাউদাম্পটন। ম্যাচে বাকি সময়টাতে গোল পোস্টের সামনে শক্ত প্রাচীর তৈরি করে গোল হজম করা থেকে বেঁচেছে দলটি।

অবশ্য গোলের জন্য কম চেষ্টা চালায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচে কতটা আধিপত্য ছিল সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। ২২টি শট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আটটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে, সাউদাম্পটনের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে। আর পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় বল দখল ছিল ম্যানসিটির।

Share this post

scroll to top