ডেস্ক রিপোর্ট: মেহেরপুর শহরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তলসহ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালি তৈরির ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে শহরের জতারপুর এবং দারিয়াপুরে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তারা মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার তুফানের ছেলে আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। তাদের নিয়ে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। আলিফ পলাতক থাকলেও এক ব্যক্তির বাড়ির পেছনে মাটির নিচে পুতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
আটক তিন জনকে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।