কাশ্মীরে চিকিৎসক ও শ্রমিকদের ওপর হামলা, নিহত ৬

Untitled-1-6715ccdf9309a.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতের জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাণ গেছে একজন চিকিৎসক ৫ জন শ্রমিকের। আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘সোনমার্গে শ্রমিকদের ওপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার দুঃখজনক খবর পেয়েছি। নিহতরা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Share this post

scroll to top