শান্তি পরিকল্পনা নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে জেলেনস্কির বৈঠক

pic-6709fac2c56d5.jpg

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে সমাপ্তি টানার পরিকল্পনা করছেন।

তার এই শান্তি পরিকল্পনা প্রচারে এবং তাতে সমর্থন আদায় করতে এর আগে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির প্রধানমন্ত্রী এবং ন্যাটো মহাসচিবের সঙ্গে দেখা করেছেন।

এবার গতকাল শুক্রবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়েছে তার।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, বৈঠকে শলৎস জানিয়েছেন, ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন বজায় থাকবে। তবে শলৎস বলেন, এটি পরিষ্কার যে, শুধু আন্তর্জাতিক আইন অনুসারেই শান্তি আসতে পারে। আমরা রাশিয়ার নির্দেশিত কোনো শান্তি মেনে নেবো না।

তিনি আরও বলেন, এর (শান্তি পরিকল্পনা) ভিত্তি হবে ইউক্রেনের জন্য একটি ন্যায্য এবং স্থায়ী শান্তির পথের সমস্ত সম্ভাবনা খুঁজে বের করা।

এর আগে বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও সাক্ষাৎ করেন জেলেনস্কি।

Share this post

scroll to top