পলাশবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

hatta-67061aafe0910.jpg

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোরিয়াটা গ্রামের বাসিন্দা মতিয়ার ও বাবলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

মঙ্গলবার বিকালে প্রতিপক্ষ মতিয়ার রহমানের সঙ্গে প্রতিবেশী বাবলু মিয়ার জমি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে মতিয়ার রহমান তার হাতে থাকা ছুরি দিয়ে বাবলু মিয়াকে আঘাত করে।  এতে ঘটনাস্থলেই বাবলু নিহত হয়।

এ সময় মহিলাসহ ৫ জন আহত হয়।  আহতদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাবলু মিয়ার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, আমরা খবর পেয়েছি।  পুলিশ ঘটনাস্থলে গেছে।

Share this post

scroll to top