দুর্নীতির দায়ে সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী কারাদণ্ড

Singgga-pic-66fe25f7ee960.jpg

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির দায়ে সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী এস. ইসওয়ারানকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির একটি আদালত এই সাজা দেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা সিঙ্গাপুরে এ ধরনের সাজার ঘটনা বিরল। গত চার দশকের বেশি সময় পর এবারই প্রথম দেশটিতে মন্ত্রী পর্যায়ের কেউ এই ধরনের সাজার মুখে পড়লেন।

গত ১৩ বছর ধরে এস. ইসওয়ারান মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। তিনি দেশের বাণিজ্য, যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তবে নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহারসামগ্রী নেওয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহনমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন এস. ইসওয়ারান। ৬২ বছর বয়সী ইসওয়ারানের বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। এর বেশির ভাগই দুর্নীতিসংক্রান্ত।

তবে সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর কৌঁসুলিরা ৩৫টি অভিযোগের মধ্যে শুধু লঘুতর পাঁচটি অভিযোগ নিয়ে এগোতে থাকেন। এই পাঁচ অভিযোগের মধ্যে উপহার সংক্রান্ত চারটি এবং বিচারকাজে বাধা সংক্রান্ত একটি অভিযোগ রয়েছে। এই পাঁচটি অভিযোগই স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার আদালত বলেছেন, ৬২ বছর বয়সী ইসওয়ারান আরও কয়েক দিন জামিন থাকবেন। তবে আগামী সোমবার থেকে তার সাজা শুরু হবে।

Share this post

scroll to top