নরসিংদীতে আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৯

Untitled-1-66fe26f31915f.jpg

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ চারজন নিহতে ঘটনায় নরসিংদীর শিবপুর, বেলাব, রায়পুরা ও পলালে অভিযান চালিয়ে সাবেক দুই উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ ও যুবলীগের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ।

গ্রেফতাররা হলেন-বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মনিরুজ্জামান জাহাঙ্গীর (৬০), শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান (৪২), শিবপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূঁইয়া (৫৫), পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল মিয়াসহ ১৯ জন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় করা মামলায় শিবপুর ও বেলাব উপজেলার আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার সাংবাদিকদের জানিয়েছেন, নরসিংদী সদর থানার একটি হত্যা মামলায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ জানান, বিভিন্ন মামলায় জেলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Share this post

scroll to top